Osomoy│অসময়│Osomoy full web series│Tasnia Farin, Iresh Zaker, Zibon│Kajal Arefin Ome│Osomoy full web series Download
Osomoy│অসময়│Osomoy full web serie
𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 📺 𝐖𝐚𝐭𝐜𝐡 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞
কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েবফিল্ম "অসময়" মুক্তি পেয়েছে বঙ্গ তে। ট্রেলার দেখে মনে হয়েছিল কাজটি ভালো হবে। তাছাড়া নির্মাতা হিসেবে কাজল আরেফিন অমি দর্শকদের পছন্দ বুঝতে পারেন। কিন্তু "অসময়" কাজল আরেফিন অমির অন্যান্য নির্মাণ থেকে একটু ব্যাতিক্রম মনে হয়েছে আমার কাছে। যারা কাজটি দেখবেন আশাকরি তারা বুঝতে পারবেন কেন আলাদা বলছি।
ওয়েবফিল্মের শুরুতে দেখা যাবে উর্বী চরিত্রে থাকা ফারিণকে তার বাবা বকছেন। কারণ সে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায় নি। অফিসে বিষয়টি নিয়ে আলোচনা করলে মেয়েকে বিয়ে দিয়ে দিতে বলেন উর্বীর বাবার অফিসের কর্মরত একজন লোক। মেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এই কথা শোনার পর লোকটি হেসে উড়িয়ে দিলেও উর্বীর বাবা কষ্ট করে মেয়েকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেন। প্রথম দিকে উর্বী পড়াশোনা খুব ভালো ভাবেই চালাতে থাকে।
পাশাপাশি নিজের ভাইকেও পড়িয়ে ভালো রেজাল্ট করাতে সক্ষম হন। ভালো শিক্ষার্থী দেখে কয়েকজন উর্বীর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেন এবং পরিক্ষায়ও সহায়তা নেয়। দিন দিন উর্বীর মাঝে ধনী বন্ধুবান্ধবদের একটু আঁচ পড়ছিল যেটা একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেমন ক্ষতি তা জানা যাবে ওয়েবফিল্মটি দেখার পর। ওয়েবফিল্মে একজন আইনজীবী হিসেবে দেখা যাবে রুনা খানকে। মজার চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন এবং ইরেশ যাকেরকে। ইন্তেখাব দিনারও ভালো করেছেন। বাকি যারা ছিলেন যে যার চরিত্রে ভালো করেছেন।
ওয়েবফিল্মের বিজিএম ছাড়াও গানের ব্যবহার দারুণ ছিল। সাউন্ড এবং কালার গ্রেডিংও ভালো ছিল। সবমিলিয়ে উপভোগ করার মত ওয়েবফিল্ম "অসময়"।