Surongo (সুড়ঙ্গ) Bangla Movie
Surongo (সুড়ঙ্গ)
Rating : 8.5/10
Cast: Arfan Nisho, Toma Mirza, Mostofa Anowar,
বলিউড/হলিউডে অনেক কাল আগে থেকেই, একটা সিনেমার চরিত্রের সাথে মেশার জন্য তারকারা সেই চরিত্রের ভেতরে বসবাস শুরু করতেন। আর তার জন্য তাদেরকে প্রচুর ডেডিকেশন দিতে হতো, নিজের লাইফস্টাইল হয়ে যেত সেই চরিত্রের মতো। এই বিষয়টা প্রচুর টাফ, এটা আমরা যারা অভিনয় পারিনা তাদের উপলব্ধি করা কঠিন।
আমাদের ঢাকাই সিনেমার তারকাদের ভেতরেও সেই চরিত্রকে প্রাকটিকাল করে তোলবার চেষ্টা আমাদের শাবানা, ববিতা, রাজ্জাকদের জেনারেশন দেখিয়ে গেছেন। এরপর হাতেগোনা কয়েকজন তারকারা ছিলেন যারা নায়ক-নায়িকা ম্যাটারিয়াল না হয়ে চরিত্রের প্রয়োজনে, সেই চরিত্র পোট্রে করতে পেরেছেন।
এই ধারাবাহিকতায় চম্বা, শাবনূর, মাহফুজ, রিয়াজ, শাওনরা কিছু কিছু চরিত্রে একদম চেনা ছকের বাইরে গিয়ে করে দেখাতে পেরেছিলেন। বর্তমানের তরুন তারকাদের ভেতরে নায়ক-নায়িকা টাইপ হওয়ার থেকেও চরিত্র অভিনেতা-অভিনেত্রী হওয়ার স্প্রিটটা পাওয়া যাচ্ছে।
সময়ের সেরা অভিনেতা আফরান নিশো তাদের একজন। নাটকে আমরা আফরান নিশোকে দেখেছি গুড লুকিং, হ্যান্ডসাম, ড্যাশিং, ম্যানলি সুপুরুষ হিসাবেই। চাইলেই প্রথম সিনেমা হিসাবে ভরপুর নাচ-গানের একটা মারকাট সিনেমা অথবা সুপার রোমান্টিক কোন গল্প বেছে নিতে পারতেন। কিন্তু না, বেছে নিলেন এমন একটা গল্প, চরিত্র যার জন্য তাকে ভাঙ্গতে হবে নিজের চেনা ছক, কমফ্রোট জন। আর তিনি তাই করেছেন সেই চরিত্রের জন্য। রিসেন্টলি রিলিজ পাওয়া ব্রান্ড নিউ সুড়ঙ্গের ট্রেইলারে তার প্রমান।
নাটকের যেই নিশো ছিল একটু হেলথি, সেখানে সিনেমার নিশো যেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মাঝারি বয়সের যুবক, যার চোখে মুখে ক্লান্তি, পরিশ্রম, মধ্যবিত্তদের সুখ-দুঃখের ছাপ। শরীরে খেটে খাওয়া মানুষের ঘাম, রোদে পোড়া শরীর। আহা! ট্রেইলারেই কত রিয়ালস্টিক। এরপরে আসব এই ট্রেইলারে আরেক ঝলক দেখানো তারকা তমা মীর্জার কাছে, ক্যারিয়ারের শুরুটা করেছিলেন শাকিব খান, মারুফ, ইমনদের বিপরীতে, ছিলেন বেশ নায়িকা ম্যাটারিয়ালও, যেমনটা চায় বাংলা সিনেমায়। কিন্তু ক্যারিয়ারের মোড়ে এসে বদলে ফেললেন অভিনয়ের মোড়ও।
রায়হান রাফির খাঁচার ভেতর অচিন পাখিতে নিশোর মতোই অন্য এক তমাকে দর্শক পেয়েছিলেন, যার চরিত্রে ছিল ডার্ক শেডে ভরপুর। সুড়ঙ্গের ট্রেইলারেও দেখা গেল বেশ 'র' একটা চরিত্রে। ময়না নামের এক গরীব তরুনী, বেসিক ক্রাইসিসে ভোগা একটা চরিত্র, এখানেও তমার চরিত্রে শেড আছে। এবং তিনিও নিজেকে বেশ ভাল ভাবেই ময়না করে তুলেছেন। এরপর রয়েছেন মোস্তফা মনোয়ার, যিনি বরাবরই দুর্দান্ত অভিনেতা। ট্রেইলারে দেখানো সিনেমার সেট গুলো দারুন, গল্পের সাথে রিলেটবেল হবে আশা করছি। সবথেকে চমৎকার লেগেছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রাডিং, একদম দেখে মনে হলো এটা মালায়লাম ইন্ডাস্ট্রির কোন সিনেমা। সো ইন টোটাল, বেশ এক্সাইটেড রায়হান রাফির নতুন ব্লাস্টের জন্য।