Puff Daddy (2023) Full webseries
সিনেমা হিট করতে কি লাগে জানেন??
আপনি যেটা ভাবছেন সেটা না! মুড়ি বাবার দোয়া লাগে, দোয়া। বাবার দোয়া ব্যতীত সাফল্য আসে না।
ওয়েব ফিল্মঃ পাফ ড্যাডি [ Puff Daddy]
প্লাটফর্মঃ Bongo new web series
পরিচালকঃ শহিদ-উন-নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।
অভিনয়ঃ পরীমনি, সজল, আরো অন্যান্য
গ্রাম থেকে উঠে আসা একজন উঠতি নায়িকা কিভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং পথেঘাটে ঘুরে বেড়ানো নিরীহ ছেলেটা কিভাবে রাজনীতি অঙ্গনে বড় নেতা হয়ে উঠেছে তার চিত্র তুলে ধরেছে ফিল্মটিতে। উপরে উঠতে চাইলে একজন বাবার সাহায্যের হাত দরকার হয়৷ তেমন কিছু বাবাদের চিত্রও ছিলো। বর্তমান সময়ের সাথে ব্যাপারটা খুব মিলেছে। অন্ধবিশ্বাস বলতে যা বোঝায়।
গল্পটা কিছুটা বাস্তবধর্মী হলেও আমার কাছে খুব বেশি মজবুত লাগেনি। চিত্রনাট্যও একটু নড়বড়ে ছিলো। বেশ কিছু ১৮+ সিন ছিলো। তবে চরিত্র অনুযায়ী পরীমনি, সজল, আবুল কালাম আজাদ খুব ভালো অভিনয় করেছেন। নেগেটিভ চরিত্রে সজলের গেটাপ, এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিলো। পরীমনির সেনসিটিভ সিনগুলো পারফেক্ট লেগেছে। বাকিরা যে যার জায়গা থেকে মোটামুটি ভালো করেছে। তবে ইন্তেখাব দিনার এবং বিজরী বরকতুল্লার পাট কেন রেখেছে বুঝলাম না। তাদের অভিনয় ভালো ছিলো কিন্তু ডাবিংটা হয়তো অন্য কেউ করেছে। যার জন্য কিছুটা খারাপ লেগেছে।
পাফ ড্যাডি Download LInk
ফিল্মের কালার, সিনেমাটোগ্রাফি, বিজিএম চমৎকার। সিন অনুযায়ী কিছু গান রেখেছে সেগুলোও ভালো লেগেছে। সব মিলিয়ে মোটামুটি উপভোগ্য একটি কন্টেন্ট। বাংলা সিনেমায় সাধারণত এরকম সাউন্ড ইফেক্ট দেখা যায় না।