২০+ ইসলামিক উপদেশ
১. তিনটি সময়ে ঘুমানো থেকে বিরত থাকুন
(ক) ফযরের পর থেকে সূর্যদয় পর্যন্ত
(খ) আছর থেকে মাগরিব পর্যন্ত এবং
(গ) মাগরিব থেকে এশা পর্যন্ত।
২. দুর্গন্ধময় লোকদের সাথে ওঠাবসা করবেন না।[যারা ধুমপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করে]
৩. এমন লোকদের সাথে ঘুমাবেন না, যারা ঘুমানো পূর্বে খারাপ কথা বলে।
৪. বাম হাতে খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন।
৫. দাঁতের ফাকে আটকে থাকা খাবার বের করে তা খাওয়া থেকে বিরত থাকুন।
৬. হাত ও পায়ের আঙুল ফোটানু থেকে বিরত থাকুন।
৭. নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।
বাস্তবতা নিয়ে উক্তি
৮. টয়লেট বা গোসল খানায় থুথু ফেলবেন না।
৯. জামা কাপড় ব্যবহার করার আগে ডান হাত বা পা প্রথমে ব্যবহার করুন।
১০. ফু দিয়ে খাবার ঠান্ডা করবেন না, প্রয়োজনে বাতাস করতে পারেন।
১১. দাঁত দিয়ে শক্ত কিছু জোর করে ভাঙ্গতে যাবেন না।
১২. ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না।
১৩. টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।
১৫. বন্ধুদের জন্য কখনো প্রতিকূলতা সৃষ্টি করবেন না।
১৬. কোথাও চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না।
১৭. হাটার সময় শক্ত করে মাটিতে পা ফেলবেন না।
জীবন নিয়ে উক্তি
১৮. কখনো মিথ্যা বলেবেন না। ঠাট্টা করেও নয়।
১৯. নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না।
২০. স্পষ্ট করে কথা বলুন যা মানুষ সহজেই বুঝতে পারে।
২১. একা একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা দলবেঁধে ভ্রমণ করুন।
২২. গুরুত্বপূর্ণ কাজে কখনো একা একা সিদ্ধান্ত নিবেন না। বুদ্ধিমত্তা সম্পন্ন কারো সাথে আলোচনা করুন। তবে সিদ্ধান্ত হবে আপনার।
২৩. নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না বা অহংকার করবেন না।
আল্লাহ্ পাক আমাদের সকলকে এই কথা গুলোর উপর আমল করার তৌফিক দান করুক (আমিন)
খুবই গুরুত্বপূর্ণ
ReplyDelete