Varisu full movie
Movie Name: Varisu
IMDB: 7.1/10
Personal Rating: 8/10
বিজয়ের মুভি মানেই যেন অসাধারণ কিছু, হোক সেটা রাজনৈতিক, হোক সেটা পারিবারিক অথবা অন্য কিছু সবার কাছে সেরা একটা মুভি নিয়ে আসবেই। সেই ধারাবাহিকতায় Varisu মুভি একটা পারিবারিক, ইমোশনাল মুভি, যে সপ্তাহ পার করতে না করতেই হিসের সিল লেগে গিয়েছে। বিষয়টা হচ্ছে এমন বিজয়ে মুভি মানেই সুপার হিট। অসাধারণ সব ছবি নিয়ে সবসময় হাজির হয় জনপ্রিয় বিজয়।
সত্যি বলতে, থেরি মুভির ছিল থালাপাথি বিজয়ের অসাধারণ একটা সিনেমা। মাস্টার মুভিটা খুব বেশি ভালো লেগেছিলো। তবে, এই প্রথম আমি থালাপাথির খুব বেশি প্রশংসা করতে বাধ্য হবো, শুধুমাত্র তার অসাধারণ স্ক্রিপট নির্বাচনের জন্য।
প্রকৃতপক্ষে, ভারিসু একটি ফ্যামিলি ড্রামা। এই ভিন্ন ধর্মী ফ্যামিলি ড্রামা মুভি করে সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে। সিনেমায় থালাপাথি বিজয় একজন বড় বিজনেস ম্যানের ছোট ছেলে চরিত্রে অভিনয় করে। তার বাবা মি: রাজেন্দ্র ব্যাবসার লাইনে অনেক বড় মাপের মানুষ এবং চারিদিকে তার অনেক সুনাম রয়েছে। তার প্রচুর সম্পত্তি থাকে এবং সে জন্য সে কিছুটা অহংকারী স্বভাবের হয়। সিনমায় তার বড় দুই ছেলে জয় ও অজয় কোম্পানির লিড পাওয়ার জন্য তার সাথে বিজনেস করলেও ছোটছেলে বিজয় তার বাবার আচরনের প্রতি ক্ষুব্ধ থাকায় সে বিজনেসে যোগ দিতে চায় না কখনই। বিজয়ের এই ব্যাবহারের জন্য বিজয়কে বাড়ি ছেড়ে চলে যেতে যায়। বিজয় চলে গেলেই পরিবারে একের পর এক সমস্যার দেখা দেয়। আস্তে আস্তে পুরো পরিবারটা ভেঙে খানখান হয়ে যায়।
এরপর,যে জন্য বিজয় ফিরে আসে, কিভাবে প্রতিটা সমস্যা থেকে পরিবারকে বাঁচায়, কিভাবে টুকরো হয়ে যাওয়া পরিবারকে এক করে সেটাই মুভির পরবর্তী কাহিনী। একটা বিষয় বলতে হবে, মায়ের কারনে কিন্তু বিজয় ফিরে আসে এবং ভেঙ্গে যাওয়া পরিবারটাকে আবারো একসাথে সংযুক্ত করে। সবচেয়ে মিষ্টি সম্পর্কটা হয় বাবা-ছেলের সম্পর্ক। এই মান অভিমান ভুলে গিয়ে কিভাবে দুজন কোম্পানি আর পরিবারকে সব বিপদ থেকে উদ্ধার করে এবং সবার মদ্ধে আনন্দের সীমা এনে দেয়, সেইটা সত্যিই প্রশংসনীয়।
অভিনয়ের দিক দিয়ে আমি থালাপাথিকে ১০০তে ১০০ দিবো। কারন, তিনি একেবারে কাহিনীর ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, একেবার গল্পের ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করেছেন। আর, বাকি সবাই নিজেদের রোলে মানিয়ে নিয়েছেন। থালাপাথির স্টাইল, গ্রেস আগের মতোই পারফেক্ট। রাশমিকার ক্যারেক্টা ছিল খুবই কম সময়। তবে গান গুলোর মদ্ধে রাসমিকার নাচ অসাধারণ লেগেছে। ফাইটিং সিন গুলো ও ছিল অসাধারণ। ডিরেক্টর এর কিছুটা প্রশংসা করতেই হবে কেননা সে দারুন ডিরেকশন দিয়েছে।
Varisu movie hindi downlord link
1. mlwbd
2. mlsbd
3. 16.10.100.244
4. Moviespoint
5. mollareview.COM
6. moviemela