20+ ইমান নিয়ে উক্তি
★ কুরআন তেলাওয়াত ঈমান বৃদ্ধি করে।
– সংগৃহীত
★ কোন পাপ করার জন্য আপনার কামনা যত বড় হবে, সেই পাপকে এড়িয়ে গেলে আপনার ঈমান তত বড় হবে।
– শাইখ মুহাম্মদ বিন আল-উসাইমিন (রঃ)
★ আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান ?
– কাজী নজরুল ইসলাম
★ কোন পাপ করার জন্য আপনার কামনা যত বড় হবে, সেই পাপকে এড়িয়ে গেলে আপনার ঈমান তত বড় হবে।
– শাইখ মুহাম্মদ বিন আল-উসাইমিন (রঃ)
★ লজ্জা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা।
– বুখারী ও মুসলিম
★ তোমরা যেরুপে ঈমান এনেছো, তদ্রুপ তারাও যদি ঈমান আনে তাহলে নিশ্চয়ই তারা
সুপথপ্রাপ্ত হবে।
– সূরা বাকারা: ১৩৭
★ ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না।
– আল হাদীস
★ আমার অন্তর প্রায় উড়ে যাবার অবস্থা হয়েছিল এবং সেটাই ছিল প্রথম মুহুর্ত তখন
ঈমান আমার হৃদয়ে প্রবিষ্ট হয়েছিল।
– সহীহ বুখারি: ৪৮৫৪
ইমান নিয়ে বাণী
★ ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না।
– আল হাদীস
★ মানুষের মধ্যে কিছু লোক এমন আছে, যারা বলে আমরা আল্লাহর উপর এবং পরকালের
উপর ঈমান আনয়ন করেছি; অথচ তারা মুমিন নয়।
– সূরা বাকারা: ৮
★ দয়া বিশ্বাসীর একটি চিহ্ন; যার দয়া নেই, তার মাঝে ঈমান নেই।
– মুসলিম
★ ঈমান আনার পর যারা কুফরী করে এবং যাদের সত্য প্রত্যাখ্যান, প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে
তাদের তওবা কখনো কবুল হবে না। এরাই পথভ্রষ্ট।
– আল ইমরান: ৯০
★ ব্যভিচারী ঈমান থাকা অবস্থায় ব্যভিচারে লিপ্ত হতে পারে না।
– হযরত মুহাম্মদ (সাঃ)
★ তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনে, পরে সন্দেহ পোষণ করে না
এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ।
– আল হুজরাত: ১৫
★ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি; অতঃপর এ কথার উপর অটল থাকো।
– মুসলিম
★ প্রতিবন্ধকতা আপনার ঈমানকে দৃঢ় করে এবং আপনাকে জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করে।
– তারিক রমাদান
★ মানুষ আল্লাহর সৃষ্টিকূল নিয়ে যতই চিন্তা করবে, ততই তার ঈমান বৃদ্ধি পাবে।
– সংগৃহীত
★ আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অতীব দয়ালু।
– সূরা বাকারাঃ ১৪৩
★ যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে সে তার ঈমানকে সুরক্ষিত করে।
– উমর ইবনুল খাত্তাব (রাঃ)
★ যে ব্যক্তি আল্লাহ তায়ালা এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরবতা পালন করে।
– সহীহ মুসলিম: ৪৭
★ আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে অজ্ঞ থাকা ঈমান কমে যাওয়ার অন্যতম কারণ।
– সংগৃহীত
প্রিয় পাঠক, আশা করি ঈমান সম্পর্কিত উক্তিগুলো আপনার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর উক্তি পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।