The Silence web film
ওয়েবফিল্মঃ The Silence
পরিচালকঃ ভিকি জাহেদ
পর্ব সংখ্যাঃ ৬
অভিনয়ঃ মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, আব্দুন নূর সজল প্রমুখ।
Episode-1: Infestation (সংক্রমণ)
Episode-2: Obsession (ঘোর)
Episode-3: Oppression (নিপীড়ন)
Episode-4: Possession (দখল)
Episode-5: Domination (অধিকার)
Episode-6: Colonization (উপনিবেশ)
The silence সাইকো থ্রিলার টাইপের একটি সিরিজ। টানটান উত্তেজনা, সাসপেন্স আর টুইস্টে ভরপুর
একটি সিরিজ। সিরিজটি যত সামনের দিকে এগিয়েছে ততই যেন উৎকন্ঠা বেড়েছে। স্কিন থেকে চোখ ফেলানো একবারে অসম্ভব। ৩ ঘন্টা ১৯ মিনিটের সিরিজে একটুও স্লো মনে হয়নি। প্রয়োজনের চেয়েও অতিরিক্ত কিছু ছিলো না। এক কথায় দুর্দান্ত নির্মাণ। না দেখলে মিস করবেন।
নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সর্বদা একটু বেশিই থাকে। আর সেই আকর্ষণ যদি নিঃস্ব করে দেয় তাহলে কেমন হবে বিষয়টি? এসব জিনিস নিয়েই সাজানো ভিকি জাহেদ পরিচালিত প্রথম ওয়েব সিরিজ The Silence। The শিলেঞ্চে একটি খেলা, যে খেলায় থাকতে হবে এক বছর সাইলেন্ট। কোন কথা
বলা যাবে না। একটি কথা না বলে এক বছর থাকতে পারলে পাবেন দশ কোটি টাকা! হেরে গেলে থাকবে না কোনো শাস্তি! কিন্তু কেন? সেটা জানা যাবে পুরো সিরিজটি দেখার পর।
bangla new natok download
গল্পে দেখানো হয়েছে 'অয়ন' ও 'রুবি' এক মধ্যবিত্ত পরিবারের সুখী দম্পতি। কিন্তু স্বপ্নে দেখে একদিন তারা অনেক টাকার মালিক হবে। এবং তারা সেই লক্ষ্যেই বিভিন্ন ছলচাতুরী মধ্যে দিয়ে আগাতে থাকে। হঠাৎ তাদের সামনে আসে কোটিপতি হওয়ার বড় এক সুযোগ। যার জন্য তাদের খেলতে হবে অদ্ভুত এক খেলা। এই খেলায় হারলে ক্ষতি নেই। কোন ইনভেস্ট করতে হবে না। খেলার নাম The silence "চুপ থাকা"। খেলার আয়োজকদের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়, জিততে হলে এই দম্পতিদের একটি বছর চুপ থাকতে হবে। কোন ধরনের কথা বা সাউন্ড করতে পারবে না। এর জন্য অদ্ভুত কিছু শর্তও দেওয়া হয়।
অভিনয়ে সবাই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অয়ন ও রুবি চরিত্রে অভিনয় করা শ্যামল মওলা ও মেহেজাবিনচৌধুরী যেন এন এই চরিত্রের জন্য পারফেক্ট ছিল। এই সিরিজে তারা খুব বেশি কথা বলেনি। দীর্ঘ সময় এক্সপ্রেশন অঙ্গভঙ্গি দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। জামান ও আফরোজার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও বিজরী বরকতুল্লাহ। তাঁরাও আউটস্ট্যান্ডিং পারফার্ম করেছেন। তাদের কখনও স্বাভাবিক কখনও ভয়ংকর লেগেছে। এতোটাই ভয়ংকর লেগেছে যে, মনে হয়েছে তারায় ডেভিল। অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন। অন্যান্য যারা ছিল সবাই চমৎকার অভিনয় করেছে।
new website download 2023
সিরিজের মাঝে একটি রহস্যময় চরিত্র অভিনয় করেছেন সজল। যার জন্য সিরিজটি প্রচারের সময় তার নাম উল্লেখ করেনি৷ সজলের স্ক্রীন টাইম খুব কম ছিলো। স্ক্রীনে যতটুকু সময় ছিলেন ভয় ধরিয়াছেন। তাঁরা ডায়লাগ ডেলিভারি ছিলো ভয়ংকর। অল্প সময় থাকলেও তার প্রভাব পুরো সিরিজ জুড়ে।
এবার আসি সিরিজের টেকনিক্যাল দিক গুলোতে। এই সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোরিং, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন এবং টেক্সট ইফেক্টগুলো খুবই সুন্দরভাবে মেইনটেইন করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর এর সাথে আলাদা একটা গুজবাম্প ছিলো। যেটা আলাদা একটা ফিলিংস দিয়েছে। সবমিলিয়ে "The silence" অসাধারণ একটা সিরিজ।