"মায়া শালিক নাটক"
একটি ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ হয় ওয়েবফিল্ম “মায়া শালিক”, রোমান্টিক একটা অসাধারণ প্রেমের গল্প নিয়ে এই ওয়েবফিল্ম। প্রধান চরিত্রে আছেন রোমান্টিক কিং খ্যাত সবার পছন্দের জিয়াউল ফারুক অপূর্ব এবং তরুন অভিনেত্রী সাদিয়া আয়মান। তরুন অভিনেত্রী হলেও পুরো ফাটিয়ে দিয়েছে সাদিয়া আয়মান।
“ফুলের নামে নাম” খ্যাত তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ওয়েবফিল্মটিতে দূর্দান্ত অভিনয় করেছেন এই ওয়েবফিল্মে। অপূর্ব তো সবকিছুতেই দারুন আগে থেকেই। কথা বলার সময় চোখ আর মুখের যে এক্সপ্রেসন ছিল যাষ্ট অসাধারণ।
১ ঘন্টা ৫৩ মিনিটের ওয়েবফিল্মটিতে শারিরীক ও মানসিক প্রতিবন্ধকতার লড়াই করা এক যুবকের ভালোবাসা ও কল্পনার শক্তি দেখানো হয়েছে। শারিরীক ও মানসিক প্রতিবন্ধকতা এটা যে কোন ভালবাসার বাধা নয় এটাই তার দৃষ্টান্ত। সত্যিকারের ভালোবাসা হলে শারিরীক ও মানসিক প্রতিবন্ধকতা কোন কিছুই না।
রং নাম্বারেও যে প্রেম হয় তা বেশ পুরোনো ব্যাপার হলেও দর্শক সেই আবেগ আবার নতুন করে উপভোগ করতে পারবেন এই "মায়া শালিক" এবং এর পাশাপাশি মায়া শালিকে অপূর্ব এর অ্যাক্টিং পারফরম্যান্স যেমন অসাধারণ হয়েছে তা যেমন অবশ্যই স্বীকার করতে হয় তার পাশাপাশি এইটা অবশ্যই স্বীকার করা লাগবে যে তরুণ অভিনেত্রী সাদিয়া এর অ্যাক্টিং পারফরম্যান্স ছিল একদম নিকুট অসাধারণ।
মায়াশালিক এর কেন্দ্রস্থল যে বাড়িটি ছিল সেটি ইকোপার্কের ভেতরেই থাকা সরকারী একটি রেস্ট হাউজ। লেকের ওপর ঝুলন্ত একটা ব্রিজ পেরিয়ে যেতে হয় সেই রেস্ট হাউজে। লোকেশন ছিল দেখার মত। মায়া শালিকের গল্প টা কাল্পনিক কোনো লজিকাল ছিলো না তবে এই গল্পের সাথে কোরিয়ান, সাউথ
বেশ দুই তিনটা মুভির বেশ কয়েক জায়গায় মিল পাওয়া গিয়েছে।