King of Kotha (2023)
Genre: Action, Drama, Thriller
Imdb: 7.2
Director: Abhilash Joshiy
গল্পটা কোথার ড্রাগ মাফিয়াদের নিয়ে। একসময় কোথায় রাজ করা রাজু(দুলকার সালমান) কেন কোথা ছেড়ে চলে যায়? তার অবর্তমানে ড্রাগ মাফিয়াদের কবলে চলে যাওয়া কোথাকে কিভাবে মুক্ত করা হয় সেটাই মুভিতে দেখতে পারবেন। এরসাথে ভাই-বোনের সম্পর্ক, বন্ধুত্বের গল্প এবং বাবার সাথে অভিমানের সিকোয়েন্সগুলো আপনাদের ভালো লাগবে। বাকিটা মুভিতেই না হয় দেখবেন।
গল্প শুরু হয় ১৯৯৬ সালের এক সকালে যেখানে এক পুলিশ অফিসার পা রাখে কথা শহরে।যেই শহরে এখন কার্না নামে এক গ্যাংস্টারে রাজত্ব। তবে ১৯৮৬ সালে কথা চলতো রাজুর হুকুম আর তখন কথা নামে শহরে যার আনাচে কানাচে খুংখার সব লোকজন থাকতো আর তাদের সাথে দ্বৈরথ্য ছিল গান্ধীগ্রামের লোকদের।
তাদের লড়াই যেনো চলতো নিয়মকরেই আর এই লড়াই চলতো সবটা উজাড় করে। লড়াই বলতে মনে হলো কিং অফ কথায় যতটা লড়াই যুদ্ধের ময়দানে হয়েছে তারচেয়েও বেশি হয়েছে মাইন্ড গেমে,স্নায়ুযুদ্ধ যেনো শীতলতাকে হার মানাবে!
প্রেম ভালবাসা,বন্ধুত্ব,স্বার্থপরতা,বিশ্বাসঘাতকতা,সাম্রাজ্য টিকিয়ে রাখার লালসা,রিভেঞ্জ এইসব নিয়েই কিং অফ কথা। প্রথমত মুভিতে প্রচুর ভায়োলেন্স সিন রয়েছে রাফ অ্যান্ড টার্ফ ভিন্টেজ লুকে পর্দায় দেখা মিলে দুলকার সালমানকে।এই এক বান্দায় এই মুভিটা টেনে নিয়ে গেছে, স্ক্রিনে দর্শককে আটকে রেখেছে কারন তার জবরদস্ত ফাইট সিকুয়েন্স যেনো তৃপ্তির খোরাক জুগিয়ে যাচ্ছিলো সাথে বিজিএম সমান তালে পাল্লা দিচ্ছিলো।
গল্পটা আরেকটু ভালো হলে এই মুভির যেই হাইপ ছিল তাতে অনেক রেকর্ডেই ভাগ বসাত। এমনিতেও মালায়লামে ২য় সর্বচ্চ ওপেনিং ছিল এটার। দুলকার সালমান এর আপকামিং লাইনআপ ও দারুন, ফ্যান হিসেবে চাইবো সে ভালো করুক।